• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

শীতলক্ষ্যায় লঞ্চ দুর্ঘটনার নেপথ্যে ‘অসম প্রতিযোগিতা’ 


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ১০:০৩ পিএম
শীতলক্ষ্যায় লঞ্চ দুর্ঘটনার নেপথ্যে ‘অসম প্রতিযোগিতা’ 

নারায়ণগঞ্জে লঞ্চ দুর্ঘটনার কারণ বের করতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে,‘অসম প্রতিযোগিতার’ কারণেই শীতলক্ষ্যায় প্রাণহানির ঘটনা ঘটেছে।”

বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ শামীম বেপারী আজ সন্ধ্যায় জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের কাছে ওই প্রতিবেদন জমা দেন।

মঞ্জুরুল হাফিজ বলেন, “প্রতিবেদন পেয়েছি। এতে লঞ্চ ডুবির জন্য কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, এদের মধ্যে (কার্গো চালক ও লঞ্চ চালক) চালানোর প্রতিযোগিতা। ওই দিনের দুর্ঘটনার জন্য ‘চালানোর’ প্রতিযোগিতাই আমার কাছে প্রধান কারণ মনে হয়েছে।”

তদন্ত প্রতিবেদনে নৌ দুর্ঘটনা রোধে বেশকয়েকটি সুপারিশ করেছেন তদন্ত কমিটির প্রধান।

এডিএম শামীম বেপারী বলেন, “ছোট ছোট লঞ্চের পরিবর্তে যেন বড় নৌযান যেন এ রুটে নামানো হয়। যেহেতু এগুলো সামান্য ধাক্কা লাগলে ডুবে যায়। বিভিন্ন সুপারিশ যুক্ত করে আমরা প্রতিবেদনটি দাখিল করেছি।”

রোববার (২০ মার্চ) দুপুর ২টায় সদর উপজেলার সৈয়দপুর কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে ‘এমভি রূসপী-৯’ কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী ‘এমএল আফসার উদ্দিন’ লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় শিশু, নারী সহ ১০জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। 

Link copied!